নিজস্ব প্রতিনিধিঃ
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ বাউল সম্রাট ফকির লালন শাহের এই আধ্যাত্মিক বাণীর শ্লোগানে কুষ্টিয়ার কুমারখালীর গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী তিরোধান দিবস। কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন সাইজির ১৩২তম তিরোধান দিবসের তিনদিন ব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। এবারও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন স্মরণ উৎসবের আয়োজন করা হয়েছে। সাইজির ১৩২তম তিরোধান দিবসটি উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়া আখড়া বাড়িতে গতকাল ১৭ অক্টোবর (১লা কার্তিক) সোমবার থেকে ১৯ অক্টোবর (৩ কার্তিক) পর্যন্ত তিনদিন ব্যাপী প্রতিদিন সন্ধ্যা থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আখড়াবাড়ির মূলমঞ্চে আলোচনা সভার পাশাপাশি একাডেমির শিল্পীরা লালন ফকিরের আধ্যাতিক গান পরিবেশন করবেন। প্রতিবারের মতো এবারও আধ্যাতিক গুরু ফকির লালকে স্মরণ ও তার দর্শন পাওয়া সহ জ্ঞান আহরণ আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষ্যে দেশ বিদেশের হাজারও লালন ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে জড়ো হয়েছেন। অন্য দিকে আখড়াবাড়ি চত্তরে বসেছে বিশাল লালন মেলা। এই লালন স্মরণ উৎসবকে ঘিরে আখড়াবাড়ীতে লাখো মানুষের সমাগম হয়। তাই, উৎসবকে নির্বিঘ্ন করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কয়েকস্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাই খুব সুন্দরভাবে তিনদিনের এই লালন উৎসব উপভোগ করতে পারবেন। গতকাল সোমবার তিন দিনব্যাপী আধ্যাত্মিক বাউল সম্রাট ফকির লালন সাইজির ১৩২তম তিরোধান দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, আজকে লালনের দর্শন মানুষের মনে ধারণ করলে সন্ত্রাস, মারামারি দুর হয়ে যেতো। দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি দুর করার জন্য লালনের দর্শন সবচেয়ে সময় উপযোগী। বাউল সম্রাট লালন শাহ ছিলেন এক মহান সাধক। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। অথচ তিনি দেশ ও সমাজ নিয়ে যে বাণী গুলো দিয়েছেন তা আমাদেরকে মুগ্ধ করে। সমাজকে ভালোভাবে গড়ার জন্য কি করণীয় সে কথা তিনি বলেছেন। কীভাবে ভালো মানুষ হওয়া যায় তিনি সে কথা বলেছেন। সোমবার (১৭ অক্টোবর) লালনের ১৩২ তম তিরোধান দিবসের উদ্বোধনীয় অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি) কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান, হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী, কুমারখালী উপজেলা চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, বিজ্ঞ পিপি ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ। কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, লালন মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। পুলিশ, র্যাব ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন।