বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গোমস্তাপুরে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে -



মোঃ সিফাত রানা গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) 




শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রনবন্ত নির্ভীক

শ্লোগান কে সামনে রেখে শেখ রাসেল দিবস ২০২২ পালন করা হয় দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯ টায় উপজেল থেকে বের হয়ে একটি র্যালি রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা আওয়ামিলীগ সভাপতি ভারপ্রাপ্ত ও চাঁপাই নবাবগঞ্জ ০২ আসনের সাবেক সংসদ সদস্য মুহাঃ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আলমাস আলি সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ওসি তদন্ত সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার তানভির আহমেদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা কাওসার আলি, উপজেলা যুবলীগ সভাপতি সেরাজুল ইসলাম টায়গার,

রহনপুর পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক তাসরিফ আহমেদ, রহনপুর তোজাম্মেল হোসেন একাডেমির ছাত্র মোহাম্মদ আলী প্রমুখ। আলোচনা শেষে দোয়া খায়ের, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।