সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
“শেখ রাসেল নির্মলতার প্রতীক,দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”এই প্রতিপাদ্য কে সামনে রেখে
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮’তম জন্মদিন উপলক্ষে র্যালি কেককাটা,আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ অক্টোবর) মহেশপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল।এছাড়াও,উপজেলা প্রশাসন,স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্তরে ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য এমপি চঞ্চল।
এসময় আরো উপস্থিত ছিলেন ,উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান,উপজেলা ইঞ্জিনিয়ার সৈয়দ শাহরিয়ার আকাশ,থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া,নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
পরে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করা হয়। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিলেন।