বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গোমস্তাপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে -




মোঃ সিফাত রানা গোমস্তাপুর (চাঁপাইনবয়াবগঞ্জ)প্রতিনিধি





চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবন নির্মাণ কাজের (বেজ ঢালাই) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন, নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে ৪তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনটি নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।