সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রমকালে ঝিনাইদহে নারী-পুরুষ শিশুসহ ৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবি । আজ ভোরে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো, নড়াইলের নুর আজম মোল্লা (৪১), যশোরের অন্তর সমাজপতি (১৯), খুলনা জেলার দিঘলিয়া থানার মিশকাত মোল্লা (২৯), পপি খাতুন (২৬), মাহফুজ মোল্লা (০৪), এবং পায়েল (২৬)।
বাংলাদেশ ৫৮ বর্ডার গার্ড সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভোর ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাটিলা সীমান্তে কিছু অবৈধ অনুপ্রবেশকারী অবস্থান করছে । এসময় ৫৮ বিজিবির টহল দল তাদের আটক করে । তারা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক।
তিনি আরো জানান, তারা প্রত্যেকেই বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে যাওয়ার চেষ্টা করছিল। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে মামলা দেওয়া হয়েছে।