শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহেশপুরে জমি নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে,আদালতে পাল্টাপাল্টি ৬’টি মামলা চলমান

প্রকাশিত হয়েছে -


সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ



ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ছলেমানপুর গ্রামের আনসার আলী মন্ডলের পুত্র আজিজুল হক গং এর সাথে একই গ্রামের নূর বক্স মন্ডলের পুত্র আবুল কাশেম গং দ্বয়ের ১৯৬২ সাল থেকে ছলেমানপুর ১১নং মৌজার ৯০ বিঘা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
আদালতে দু’পক্ষের পাল্টাপাল্টি ৬ টি মামলা চলমান রয়েছে।
সম্পূর্ণ জমি আজিজুল হক গং এর দখলে রয়েছে।
অপরদিকে আবুল কাশেম গং দ্বয় চলমান মামলাগুলো নিস্পত্তি হওয়ার পূর্বেই আংশিক জমির রায় পেয়ে পুরো জমি দখল করার পায়তারা করে আজিজুল হক গং দ্বয়ের নামে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।
এই বিষয়ে আজিজুল হক বলেন,আবুল কাশেম একটি মামলায় ১৫ শতক জমির রায় পান, কিন্তুু তিনি ওই রায়ের কপি নিয়ে আমাদের দখলে থাকা পুরো ৯০ বিঘা জমি দখল নেওয়ার পায়তারা করে সংবাদ সম্মেলন করেছে।এবং আমাদের নামে মিথ্যা অভিযোগ তুলেছেন,যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই বিষয়ে মহেশপুর থানার এস আই আলিমুজ্জামান বলেন,ছলেমানপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে দু’পক্ষের বিরোধ আছে।এই বিষয়ে যেন কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য টহল জোরদার করেছি।