শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নিয়মিত প্যারেড ও রায়ট ড্রিল অনুশীলনের মাধ্যমে টেকসই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে – এসপি খাইরুল আলম

প্রকাশিত হয়েছে -



সমাচার ডেস্ক অনলাইনঃ




রবিবার (২৩ অক্টোবর, ২০২২) সকাল সাড়ে ৭ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ কুষ্টিয়ার মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, নিয়মিত মাস্টার প্যারেড অনুশীলনের মাধ্যমে কুষ্টিয়া জেলা পুলিশের কমান্ড, কন্ট্রোল, ডিসিপ্লিন, প্যারেডের সুন্দর টার্ন আউট ও শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে এবং নিয়মিত পিটি, প্যারেড ও রায়ট ড্রিল অনুশীলনের মাধ্যমে দক্ষভাবে টেকসই আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার নির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব – কর্তব্য এবং যে কোন চ্যালেঞ্জ মোকাবিলায় করনীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেডসহ অন্যান্য প্যারেড ও পিটি অনুশীলন করা ইউনিফর্ম সার্ভিসের জন্য অপরিহার্য যা নিয়মিত চর্চা করলে শরীরের ফিটনেস ভাল থাকে এবং পুলিশ সদস্যদের কাজে আত্নবিশ্বাস বৃদ্ধি করে। সকল সার্কেল অফিস, পুলিশ লাইন্স, সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, তদন্ত কেন্দ্র, ডিবি, ডিএসবি, কোর্ট, ট্রাফিক, মোটরযান শাখাসহ অন্যান্য সকল ইউনিটের পুলিশ সদস্য মাস্টার প্যারেডে অংশ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উক্ত মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরির্দশন করেন। মাস্টার প্যারেডের সালামী গ্রহণ এবং প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার কুষ্টিয়া অফিসার – ফোর্সদের উদ্দেশ্যে ইউনিফর্ম সার্ভিসে প্যারেডের গুরুত্ব, শৃঙ্খলা, নিজেদের স্বাস্থ্য, সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সহিত উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এ সময় জেলা পুলিশের সকল ইউনিটে প্যারেড, পিটি ও খেলাধূলা নিয়মিত অনুশীলন করার জন্য সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার আরো বলেন, মানুষের ইমিউনিটি সিস্টেম ঠিক রাখা এবং সুস্বাস্থ্য ও সুগঠিত শরীরের জন্য প্রয়োজন কমপক্ষে ৩০ মিনিট শরীরচর্চা। এ কারণে নিজেদের সুস্থ থাকা ও সুস্থ শরীর নিয়ে পুলিশ সদস্যদের ডিউটি করার জন্য বৈকালিক গেমস চালু রাখার জন্য সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, পুলিশের প্রত্যেক সদস্যদের ড্রেস রুলস অনুযায়ী পোষাক পরিধান করতে হবে। পুলিশ সুপার আরো বলেন দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত ও পুলিশের হয়রানি – নির্যাতন মুক্ত পুলিশ প্রশাসন ব্যাবস্থা গড়তে হবে এবং বিট পুলিশিং এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে হবে। তিনি প্রত্যেক পুলিশ সদস্যের কল্যাণের ব্যাপারে আন্তরিক হওয়ার জন্য প্রত্যেক ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন। মাস্টার প্যারেডের প্যারেড কমান্ডার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও (১), জেলা বিশেষ শাখা, মোঃ শহীদুজ্জামান, আরওআই এবং জেলা পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সগণ।