সমাচার ডেস্ক অনলাইন :
আগামী ২নভেম্বর কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান আলী বিশ্বাস সাধারণ মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিতে ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচন উপলক্ষে রবিবার (২৩ অক্টোবর) ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী প্রচার উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় উন্নয়নের প্রতীক নৌকা মার্কা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, মাহবুবউল আলম হানিফ এমপির মার্কা নৌকা মার্কা, আতাউর রহমান আতার মার্কা নৌকা মার্কা শ্লোগানে সভাস্থল মুখরিত হয়।
সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন চেয়ারম্যান প্রার্থী শাজাহান আলী বিশ্বাস। বিভিন্ন ভোটারের কাছে হ্যান্ডবিল বিতরণ করে গণসংযোগ করেন তিনি। পরে সন্ধ্যায় উক্ত ওয়ার্ডে উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সকলে দ্বিধা দ্বন্দ্ব ভূলে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে পাড়া মহল্লায় দলবেধে নৌকার জন্য ভোট চাইতে হবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এবং সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার হাতকে শক্তিশালী করতে নৌকার পক্ষে কাজ করতে হবে। এবারের নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচনে দলীয় সিদ্ধান্তে আওয়ামী দল থেকে শাজাহান আলী বিশ্বাস কে মনোনীত করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যান্ত আস্থাভাজন শাজাহান আলী বিশ্বাসকে নৌকা প্রতীকে ভোট দিয়ে সকলে নির্বাচিত করবেন। এ এলাকার উন্নয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে নৌকার বিকল্প নেই।