সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রী কে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মেয়েটি স্থানীয় এক মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
এই বিষয়ে ভুক্তভোগী মেয়ের পরিবার বাদী হয়ে ধর্ষণকারী ওই যুবকের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করেছেন।
মেয়ের পিতা বলেন,বিয়ের প্রলোভন দেখিয়ে মিঠু আমার মেয়েকে সর্বনাশ করেছে।মেয়ের মুখ থেকে ঘটনা জানার পরেই মিঠুর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে ওরা আমাদের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।পরে আমরা নিরুপায় হয়ে থানায় মামলা করেছি।
ধর্ষণকারী যুবক উপজেলার সেজিয়া চারপুকুর পাড়ার খোকন মিয়ার ছেলে মিঠু।
এই বিষয়ে মিঠুর মা বলেন,আমার ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো।ফোনে কথা বলতো।
এখন ওরা মিথ্যা অপবাদ দিচ্ছে।
ছেলের পরিবার প্রভাবশালী হওয়ায় বিভিন্ন মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
ভুক্তভোগী মেয়ের পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছেন।
এই বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ ওসি সেলিম মিয়া বলেন,এই ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।
তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা পর থেকে অভিযুক্ত মিঠু পলাতক রয়েছে।