শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

খেলাধূলার মাঠ রক্ষা করার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর এলাকাবাসীর আবেদন পত্র

প্রকাশিত হয়েছে -




সমাচার ডেস্ক অনলাইনঃ





চট্টগ্রাম মহানগরীর ২৭ নং ওয়ার্ডস্থ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার আবিদর পাড়া ও বলির পাড়ার খেলার মাঠ সিডিএ ১৫নং রোডস্থ ‘বালুর মাঠ’ রক্ষা করার জন্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন পত্র দিয়েছেন আগ্রাবাদ সিডিএ আ/এ, আবিদর পাড়া ও বলির পাড়ার এলাকাবাসী।

এলাকাবাসী জানান,চট্টগ্রাম মহানগরীর ২৭ নং ওয়ার্ডস্থ আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার আবিদর পাড়া ও বলির পাড়ার খেলার মাঠ সিডিএ ১৫নং রোডস্থ ‘বালুর মাঠে’এলাকার স্থানীয় তরুন ও শিক্ষার্থীরাসহ শিশু-কিশোর নিয়মিত ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলাধূলা করে আসছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, আমাদের এলাকার এই প্রিয় অঙ্গন “বালুর মাঠ ” একটা সুবিধাবাদী দখলবাজ অপশক্তির লোলুপ দৃষ্টির কারণে হারিয়ে যেতে বসেছে। বর্তমানে উক্ত এলাকায় “বালুর মাঠ ” ছাড়া আর কোন মাঠ উন্মুক্ত নাই।

এমতাবস্থায় এলাকার কিশোর ও তরুণ সমাজ আউটডোর খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে মাদক,কিশোর গ্যাং ইত্যাদি সামাজিক অপরাধের সাথে জড়িত হয়ে বিপদগামী পথে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তরুন ও শিক্ষার্থীরাসহ শিশু-কিশোরদের মাদক সহ সকল প্রকার বিপথগামী পথ অতিক্রম করার আগেই আমাদের উচিত সন্তানদের খেলাধুলার মধ্যে রেখে এসব পথ থেকে দূরে রাখা।

এজন্য ”জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট”এর নিকট আমরা এলাকাবাসী যারা আছি,আমাদের একান্ত প্রাণের দাবী আমাদের প্রাণপ্রিয় “বালুর মাঠ ” স্বার্থান্বেষী মহলের কাছ থেকে রক্ষা করার জন্য।