শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নকলায় ভোক্তা অধিকারের অভিযানে, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত হয়েছে -



লিমন আহম্মেদ
শেরপুর প্রতিনিধিঃ




শেরপুরের নকলায় চিনির কৃত্রিম মূল্য বৃদ্ধি এবং পণ্যের মূল্য তালিকা না রেখে সংরক্ষণের দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) শেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে তাদের সাত হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

উল্লেখ্য, চিনি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি এবং মূল্য তালিকা না টানানোর পাশাপাশি অতিরিক্ত বেশি দামে বিক্রি করার অভিযোগে মেসার্স আসাদ এন্টারপ্রাইজ ও মেসার্স নিয়ামত ষ্টোরকে এসব জরিমানা করা হয়
এবং বিভিন্ন দোকানে মনিটরিং করা হয়।

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কর্মকর্তা রুবেল আহাম্মেদের নেতৃত্বে অভিযানে নকলা থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।