নিজস্ব প্রতিনিধি:
আগামী ২নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নে নৌকার পক্ষে জোয়ার উঠেছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধার পর এমন চিত্র দেখা গেছে কাঞ্চনপুর বাজার এলাকায়। নৌকার কান্ডারী সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একরামুল হক এর পক্ষে ইউনিয়নের সর্বস্তরের জনগণ মিছিল করেন। নৌকাকে বিজয়ী করতে আপামর জনসাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে মা-বোনদের কাছে ভোট আহব্বান করেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রাজপথের লড়াকু সৈনিক এক সময়ের ছাত্রলীগ নেতা লিপটন। উপস্থিত জনতা সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে শতভাগ ভোটে কাঞ্চনপুর ইউনিয়নে নৌকা বিজয়ী হবে।