শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মেহেরপুরে হেরোইনসহ আটক-১

প্রকাশিত হয়েছে -




হিরক খান, মেহেরপুর প্রতিনিধিঃ





মেহেরপুরে দুই গ্রাম হেরোইন সহ হায়াত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতার সড়কে অভিযান চালিয়ে হায়াত আলীকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রতনের নেতৃত্বে এসআই বিশ্বজিৎ, শাহিনুর, এএসআই হেলাল সহ সঙ্গে ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে অভিযান চালায় অভিযানে ২ গ্রাম হেরোইন সহ হায়াত আলী কে আটক করেন তারা। আটককৃত হায়াত আলী মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত হিসাব আলীর ছেলে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।