সমাচার ডেস্ক অনলাইনঃ
সাংবাদিকরা একটি দেশের রনাঙ্গনের সৈনিকের মতই গুরুত্বপূর্ণ ও সাহসীক। সৈনিকরা যেমন দেশ রক্ষায় নিজের জীবন বাজী রেখে প্রত্যক্ষ ভাবে যুদ্ধ করে, ঠিক তেমনি সাংবাদিকরা সেই দেশের মানুষের
অধিকার ও সত্য প্রতিষ্ঠার জন্য অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশ করে থাকে।’ শুক্রবার দুপুরে কুষ্টিয়া বাইপাস রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্ট সেন্টারে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার ১৩ তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কলম সর্বদা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে লড়ে। জালিম ও অপরাধীদের জন্যে একজন প্রকৃত সাংবাদিক সর্বদাই মূর্তিমান আতঙ্ক। কেননা সাংবাদিকরা সামাজে অপরাধীদের কালো মুখোষ উন্মোচন করে মানুষের অধিকার
আদায়ের লক্ষ্যে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ থাকে। দৈনিক দিনের খবর পত্রিকা ঠিক তেমনই সত্যপ্রকাশ নির্ভীক একটি পত্রিকা। এখানে যারা সাংবাদিকতকার পেশায় নিয়োজিত রয়েছে, তারা সর্বদা ন্যায়ের পক্ষে থেকে মানুষের অধিকার আদায়ের লক্ষে কাজ করে। আগামীতেও তারা যেকোন ধরণের অন্যায় অপরাধের বিরুদ্ধে লিখনির মাধ্যমে লড়বে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। তবে আগামীতে এই দিনের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম ফেরদৌস রিয়াজ জিল্লুর স্মরণে
আগামী প্রতিষ্ঠাবার্ষিকীতে সাহসী ও সেরা সাংবাদিকতার পুরষ্কার দেওয়ার
আহবান জানান।

দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক সম্পাদক আব্দুর রাজ্জাকের
সভাপতিত্বে ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসানের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট
ব্যবসায়ী বাবু অজয় সুরেকা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর,
সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক
সহ সভাপতি এস এম কাদেরী শাকিল, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী,
লুৎফর রহমান কুমার, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি দৈনিক কুষ্টিয়ার কাগজের
প্রকাশক সম্পাদক নুর আলম দুলাল, যুগান্তর প্রতিনিধি এএম জুবায়েদ রিপন,
শহর আওয়ামীলীগের সহ সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল, ভেড়ামারা উপজেলা আওয়ামী
যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আব্দুল আজিজ প্রমুখ।
সভাপতির বক্তব্যে দৈনিক দিনের খবর পত্রিকার প্রকাশক সম্পাদক আব্দুর
রাজ্জাক বলেন, হাটি-হাটি পা-পা করে আজ দিনের খবর পত্রিকা ১৩তম বর্ষে
পদার্পণ করলো। এই বারো বছরের চলার পথে দিনের খবর সর্বদা অন্যায়ের
বিরুদ্ধে ও ন্যায়ের পথে কাজ করে গেছে। কখনই অপরাধীদের সাথে আপোষ করেনি
ভবিষ্যতেও করবে না। কেননা দিনের খবর সর্বদা অন্যায়ের বিরুদ্ধে থেকে
সত্যের পক্ষে অবস্থান নিতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই আপনারা সকলেই দিনের খবরের
পাশে থাকবেন বলে আমি বিশ্বাস করি। দিনের খবর পত্রিকার পরিচালনা পর্ষদের
চেয়ারম্যান সাব্বির মোহাম্মদ কাদেরী সবু, পত্রিকার উপদেষ্টা আহসানুল হক
আদলু, সদস্য সচিব জাহিদ হোসেন সহ পত্রিকার উপদেষ্টাগণ, এছাড়াও উক্ত
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমকাল প্রতিনিধি সাজ্জাদ
রানা, বিটিভির কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলাম, বাংলা টিভির এম
লিটউজ্জামান, আরটিভির শেখ হাসান বেলাল, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি
সাবিনা ইয়াসমিন শ্যামলী, আমাদের অর্থনীতি প্রতিনিধি আব্দুব মুনিব,
মানবজমিন পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার হোসেন মানিক, বিজয়টি টিভির
রিয়াজুল ইসলাম সেতু, দৈনিক কুষ্টিয়ার খবরের আরাফাত হোসেন, দিনের খবর
পত্রিকার নির্বাহী সম্পাদক আবু হায়দার লিপু, উপদেষ্টা আসাদুর রহমান,
সদস্য আরিফুল ইসলাম, শাহারিয়ার চন্দন, সেলিম রেজা, বনি, মোমিন, লিটন,
জয়নাল, শিমূল, কবির, হেলাল, সবুজ, ইসমাইল, জহুরুল, সুইট, শাপ্পি, ছমির,
সাজ্জাদ, আরমান, শাওন, রাকিবুল হাসান রিংকুসহ পত্রিকার বিভিন্ন উপজেলা
প্রতিনিধি ষ্টাফ রিপোর্টার, কম্পিউটার ইন্চার্জ আবু সাঈদ, অনলাইন পোর্টাল
দৈনিক দিনের সমাচার পত্রিকার প্রকাশক সম্পাদক চয়ন আহমেদ সহ অনেকেই। পরে
কেক কাটা ও মধ্যহ্নভোজসহ র্যাফেল ড্র, হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন খেলাধুলার
আয়োজন করা হয়। উক্ত র্যাফেল ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করেন
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আনিসুজ্জামান ডাবলুর কন্যা সুমাইয়া
জামান (জয়া)। শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনভর এ
অনুষ্ঠানের।