সমাচার ডেস্ক অনলাইনঃ
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ২০২২ উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাক জমক ভাবে কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার ( ২৯ অক্টোবর, ২০২২) সকাল ৯টায় কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সামনে থেকে ফেস্টুন উড়িয়ে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন্সে এসে শেষ হয়। কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে প্রথমে কেক কাটা হয় এবং পরবর্তীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম বলেন, সময়ের চাহিদায় কমিউনিটি পুলিশিং এখন সাধারণ মানুষের কাঙ্ক্ষিত উপাদান হিসেবে পরিণত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনমুখী পুলিশিং কার্যকর করার ক্ষেত্রে পুলিশ সর্বতভাবে কাজ করে যাচ্ছে। সমাজে অপরাধ দমন ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সবসময় বিশেষ ভূমিকা রেখে চলছে। আমাদের দেশে যে সামাজিক ঐক্য ও ধর্মীয় সম্প্রীতি বিদ্যমান আছে; এটি আমরা দৃঢ়ভাবে বজায় রাখবো এবং কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনসেবা আরো বৃদ্ধি করা হবে। কমিউনিটি পুলিশিংয়ের কারণে পুলিশ ও জনতার যে মেলবন্ধন সৃষ্টি হবে তা দেশে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ টুলস হিসেবে কাজ করবে; জনগন ও পুলিশের বন্ধনই পারে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও টেকসই রাখতে। কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং জোরদারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে পুলিশ হবে জনতার বন্ধু।
এ সময় পুলিশ সুপার কুষ্টিয়া আরো বলেন, কমিউনিটি পুলিশিং বিচ্ছিন্ন কোন প্লাটফর্ম নয়, এটি মানুষের ভালোবাসার প্লাটফর্ম, আর এই প্লাটফর্মের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রেখে জনবান্ধব পুলিশিংয়ের যে বীজ সমাজে সমাজে রোপন করা হচ্ছে, সেখানে সকল শ্রেণী-পেশার আপামর জনসাধারণ একসাথে থাকতে হবে।
তিনি আরো বলেন, প্রতিটি দিবসের যেমন একটি উদ্দেশ্য থাকে তেমনি কমিউনিটি পুলিশিং ডে’র ও একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য বিষয় রয়েছে। আর তা হল সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী, প্রতিরােধমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করা। পুলিশিং সেবা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়া সত্ত্বেও পুলিশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউস ডে, গণশুনানি সহ নানামুখী কাজ অব্যাহত আছে। মূলত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং হল একটি অরাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ। যার মাধ্যমে পুলিশ নীরবে-নিভৃতে জনগনকে সেবা দিয়ে যাচ্ছে।
এ ছাড়াও কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া মডেল থানা, কুমারখালী থানা, খোকসা থানা, ইবি থানা, মিরপুর থানা, ভেড়ামারা থানা এবং দৌলতপুর থানায় পৃথক পৃথক ভাবে ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভার অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং জোরদার করার মাধ্যমে কুষ্টিয়া জেলা পুলিশের আইনে শৃঙ্খলা স্বাভাবিক ও টেকসই করা এবং পুলিশের সেবার সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গঠনমূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রফেসর কাজী মনজুর কাদির, অধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ, ড. এস এম ফরহাদ হোসেন, কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল), অধ্যাপক ডাক্তার এস এম মুসতানজীদ, সভাপতি কুষ্টিয়া নাগরিক কমিটি ও সভাপতি বি এম এ কুষ্টিয়া, লাল মোহাম্মদ, সহযোগী অধ্যাপক, কুষ্টিয়া সরকারি কলেজ ও সম্পাদক শিক্ষক পরিষদ, আনিসুজ্জামান ডাবলু, সাধারণ সম্পাদক, কুষ্টিয়া প্রেস ক্লাব, মোঃ মোস্তাফিজুর রহমান মিলন, সভাপতি হাটস হরিপুর কমিউনিটি পুলিশিং কমিটি, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ প্রমুখ।