সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে দেশী চোলাই মদ’সহ দিলীপ কুমার দাস (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানাধীন দত্তনগর ফাঁড়ী পুলিশ।
আটককৃত ব্যাক্তি উপজেলার দত্তনগর মেতর পল্লীর মৃত বেনোয়ারী দাসের ছেলে।
দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাগর সিকদার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ফাঁরী পুলিশের এ এস আই ফিরোজ ও এ এস আই আল ইমরান’সহ সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে দিলীপ কুমারকে দত্তনগর বি এ ডিসি কৃষি ফার্মের মাঠের রাস্তা থেকে ১৬লিটার দেশী চোলাই মদসহ আটক করা হয়। সে বিভিন্ন সময়ে দত্তনগর ও তার আশপাশের এলাকায় দেশী চোলাই মদ গোপনে বিক্রি করে আসছিলো।
আটককৃত দিলীপ কুমারের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা হয়েছে।