শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নকলা থানার ওসির বিদায় বরন অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে -




লিমন আহম্মেদ নকলা শেরপুর প্রতিনিধিঃ





শেরপুরের নকলা থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান এর বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ এর বরণ উপলক্ষে “বরণ ও বিদায় সংবর্ধনা” অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে নকলা থানা প্রাঙ্গনে শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া ও নকলা থানার অফিসার এবং ফোর্সবৃন্দ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে এস আই আঃ ওয়াদুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া।

অনুষ্ঠানে নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, নকলায় আমি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নতুন। আপনাদের সহযোগিতা ছাড়া একা ওসি’র বা পুলিশের পক্ষে মানবিক পুলিশ হওয়া সম্ভব না। তাই নকলায় জননিরাপত্তা নিশ্চিতকরণে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনিক সকল দপ্তর প্রধান, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাংবাদিকদসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।

জানা গেছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান এর স্থলে যোগদান করেন নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রিয়াদ মাহমুদ। এর আগে জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসে ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

এসময় বিদায়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান, নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ রিয়াদ মাহমুদ, পুলিশ পরিদর্শক তদন্ত ইস্কান্দার হাবিবুর রহমানসহ, থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে নকলা থানার পক্ষ থেকে
বিদায়ী ও নবাগত কর্মকর্তাকে ফুল, ক্রেষ্ট ও গিফ্ট সামগ্রী তুলে দেয়া হয়।