শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে…….. এসপি খাইরুল আলম

প্রকাশিত হয়েছে -




সমাচার ডেস্ক অনলাইনঃ





সোমবার (৩১অক্টোবর, ২০২২) বিকাল ৩টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের মাঠে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন এবং কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ও জিয়ারখী ইউনিয়ন এবং মিরপুর উপজেলার চিথলিয়া ও ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে সাধারণ নির্বাচন এবং কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত পুলিশ অফিসার – ফোর্সের এক ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ অফিসার -ফোর্সের প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করেন। তিনি এ সময় খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচন ও অন্যান্য ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ডিউটিতে মোতায়েন করা পুলিশ সদস্যদের নিরপেক্ষ থেকে আন্তরিকতার সাথে সঠিকভাবে দায়িত্ব পালন করার ব্যাপারে নির্দেশনা দেন এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পুলিশ সুপার এ সময়ে আরো বলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার জন্য পর্যাপ্ত সংখ্যা পুলিশ অফিসার – ফোর্স মোতায়েন করা হয়েছে এবং তাদের মূল কাজ হচ্ছে ভোটকেন্দ্র ও তার আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ভোটারদের ভোট দেওয়ার অনুকূল পরিবেশ তৈরি করা এবং এই অনুকূল পরিবেশ তৈরি করার জন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকভাবে ডিউটি পালন এবং সব সময় সজাগ ও সচেষ্ট থাকার নির্দেশ প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মিরপুর সার্কেল), কুষ্টিয়া জেলার ৭টি থানার অফিসার ইনচার্জবৃন্দ, শ্রী রাধেশ চন্দ্র সেন, আরআই, পুলিশ লাইন কুষ্টিয়া, মোঃ ফয়সাল হোসেন, ডিআইও ১, (জেলা বিশেষ শাখা), মোঃ শহীদুজ্জামান, আরওআই (রিজার্ভ অফিস) কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা থেকে নির্বাচনের ডিউটির জন্য আগত পুলিশ সদস্যবৃন্দ।