শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দেশে উৎপাদিত সুপারির মধ্যে ৪৮ শতাংশই হয় লক্ষ্মীপুরে।

প্রকাশিত হয়েছে -



মাহবুবুর রহমান জিসান লক্ষ্মীপুর, প্রতিনিধিঃ




লক্ষীপুরে এ বছর সুপারির অধিক পরিমাণে ফলন হয়েছে। অনুকূল আবহাওয়ায় জেলায় দিনদিন বাড়ছে সুপারির ফলন।দামও রয়েছে কৃষকদের সন্তুষ্টির মধ্যে।

পরিসংখ্যান বলছে দেশে উৎপাদিত সুপারির মধ্যে প্রায় ৪৮ শতাংশই উৎপাদন হয় লক্ষ্মীপুরে। এ জন্য লক্ষ্মীপুরকে কেউ কেউ সুপারির রাজধানীও বলে থাকে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এ বছর জেলার পাঁচটি উপজেলার মধ্যে সাত হাজার হেক্টর জমিতে সুপারির উৎপাদন হবে ১৭ হাজার টন, যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। সে হারে গত ১০ বছরের তুলনায় চলতি বছরে উৎপাদন বেড়েছে ৪ হাজার ১৩৮ টন।
অনেকেই বলছে প্রকৃতিক পরিবেশ অনূকুলে থাকায় এ বছর জেলার সদর উপজেলা সহ,পশ্চিমাংশ রায়পুর, রামগঞ্জ, কমলনগর সহ প্রায় পাঁচটি উপজেলাতেই সুপারির ভালো ফলন হয়েছে।
কৃষকরা জানায় ৮০ পিছ সুপারিতে ১পোন হয়(আঞ্চলিক ভাষায়) এবং সুপারির আকার অনুযায়ী পোন বিক্রি হয় ৮০-১৩০ টাকা পর্যন্ত।
এই সমস্ত সুপারি ব্যাবসায়ীদের মাধ্যেমে পৌঁছে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এবং যারা পান খায় তাদের কাছে লক্ষ্মীপুরের সুপারির কদর একটু আলাদা।