শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

লক্ষ্মীপুরের, রামগঞ্জে গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরন

প্রকাশিত হয়েছে -




মাহবুবুর রহমান জিসান লক্ষ্মীপুর জেলা, প্রতিনিধিঃ





রামগঞ্জে, লক্ষীপুর জেলা প্রশাসকের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরন করা হয়েছে।
আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে আনুষ্ঠানিকভাবে ১২০জন গ্রাম পুলিশ প্রত্যেককে পোষাক,টর্সলাইট, বাঁশি, লাঠি ব্যাগ ও ছাতা বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরার সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আখন্দ। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী। এ সময় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।