1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
কুষ্টিয়ায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের পায়েল - দৈনিক দিনের সমাচার
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

কুষ্টিয়ায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের পায়েল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ১১৮ বার পঠিত প্রিন্ট করুন




সমাচার ডেস্ক অনলাইনঃ





কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের পায়েল খাতুন। জেলায় এই প্রথম তৃতীয় লিঙ্গের কোন ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলেন। যিনি স্থানীয়দের মাঝে পায়েল হিজড়া নামে পরিচিত।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

বুধবার (২ নভেম্বর) ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যপদে নির্বাচিত হয়েছেন পায়েল। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পায়েল ১ হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিলকিস নাহার পেয়েছেন ১ হাজার ৩৬০ ভোট। পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের লিয়াকত আলীর সন্তান।

স্থানীয়রা বলেন, পায়েল খুবই ভালো মনের মানুষ। সে খুবই আন্তরিক ও মানবিক। বিপদে মানুষের পাশে থাকে। এই এলাকায় সে খুবই জনপ্রিয়। সে নির্বাচনে জয়লাভ করেছেন। এতে আমরা সবাই খুশী। নির্বাচিত পায়েল আগে পুরুষ ছিলেন। পুরুষ থাকাকালীন তার নাম ছিল হেলাল। হঠাৎ করেই পায়েলের শরীরে জীনগত পরিবর্তন দেখা দেয়। পরে ২০১০-২০১১ সালে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন।

এবিষয়ে পায়েল খাতুন নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটারের কাছে আমি ঋণী। আমি হিজড়া হলেও মানুষ আমাকে পছন্দ করে এবং ভালোবাসে। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করিয়েছে। আমি তাদের মনের আশা পূরণে চেষ্টা করে যাবো। তাদের সহযোগিতায় এলাকার উন্নয়ন করবো।

তিনি আরও বলেন, মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকবো। এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো। সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানোন্নয়নে জন্য চেষ্টা করবো।

কাঞ্চনপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আনিছুর রহমান ঝন্টু বলেন, তৃতীয় লিঙ্গের পায়েল নির্বাচিত হয়েছে। আমি তাকে সার্বিক সহযোগিতা করবো। এটি নিঃসন্দেহে এটি একটি ইতিবাচক ঘটনা।

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, পায়েল খাতুনের নির্বাচিত হওয়ার বিষয়টি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি ইতিবাচক ঘটনা। কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের কোনো মানুষ নির্বাচিত হওয়ার ঘটনা এটিই প্রথম।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!