আকতার মিয়া, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের হযরত ইমাম আহমদ রেজা(র.)স্মৃতি সংসদের উদ্যোগে ৩য় তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৯ জানুয়ারি ২০২৪ ইংরেজি শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট উত্তর পাড়াস্থ এলাকায় এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, জে.এম.ঘাট উত্তর পাড়ার বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মো: আব্দুল মন্নান সওদাগর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ শাপলাপুর ইউনিয়ন শাখার সভাপতি জনাব, আলহাজ্ব ডা: ওসমান সরওয়ার, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, জে.এম.ঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: সরওয়ার আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলাপুর ইউনিয়ন যুবলীগের সি.সহসভাপতি জনাব, ডা: আব্দুল খালেক (মানিক)।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী সাহেব, নায়েবে সাজ্জাদানশীল,দরবারে বারিয়া শরীফ,চান্দঁগাও চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হাফেজ আল্লামা উসমান হারুনি সাহেব, সীতাকুণ্ড চট্টগ্রাম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত আল্লামা জনাব,সৈয়দ নুর সাহেব খতিব, জে.এম.ঘাট কেন্দ্রীয় জামেমসজিদ, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এই এলাকার কৃতি সন্তান হাফেজ আল্লামা ইসমাঈল হোসেন সিরাজী সাহেব.খতিব, জাকের নগর জামে-মসজিদ, কর্ণের হাট, আকবর শাহ চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসাবে ছিলেন, হাফেজ আব্দুল মজিদ প্রধান শিক্ষক তৈয়াবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা জে.এম.ঘাট শাপলাপুর, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা হামিদুল ইসলাম আল-কাদেরী সাহেব খতিব,মসজিদে বায়তুল্লাহ জামে মসজিদ জে.এম.ঘাট পাড়া, শাপলাপুর, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, সাবেক বায়তুল আমান জামে মসজিদ, জে.এম.ঘাট উত্তর পাড়া, শাপলাপুর, মহেশখালী, কক্সবাজার। উক্ত মাহফিলে নাতে-রাসূল পরিবেশন করেছেন, হাফেজ কুতুব উদ্দিন শামসুল উলুম গাউছিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, চট্টগ্রাম।
উক্ত ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন, হযরত ইমাম আহমদ রেজা (র)স্মৃতি সংসদের সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী।