ষ্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ দলীয় মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। অর্থাৎ এ নির্বাচনে কাউকে নৌকা প্রতীক দেওয়া হবেনা। দলের যে কেউই প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেন। এমনকি দলের নেতাকর্মীরাও যার যার পছন্দ মতো প্রার্থীর পক্ষে ভোট করতে পারবেন বলেও ঘোষনা দিয়েছে দলটি। তবে নির্বাচনকে ঘিরে কুষ্টিয়ার প্রতিটি উপজেলায় আওয়ামীলীগের ৩-৫ জন করে সম্ভাব্য প্রার্থীকে সরব হতে দেখা যাচ্ছে। এখনো তফসিল ঘোষনা না হলেও কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন, ওয়ার্ডে প্রচার প্রচারনা চালিয়ে সাধারন মানুষের কাছে দোয়া প্রার্থনা ও পরিচিতি হতেও দেখা গেছে একাধিক প্রার্থীকে। এদিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনেও চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর আলোচনায় নাম শোনা যাচ্ছে আওয়ামীলীগ নেতাসহ অনেকেরই। সদর উপজেলার হাট-বাজার, পাড়া-মহল্লা ঘুরে জানা গেছে উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর আলোচনায় ৪ থেকে ৫ জন থাকলেও এদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে আওয়ামী লীগ নেতা মোমিনুর রহমান মোমিজ। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। এলাকার জনসাধরন জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং দলকে সুসংগঠিত করতে অনেক ভূমিকা রয়েছে মোমিজের। দলের দূর দিনে মোমিজ দলের পাশে ছিলেন। তিনি সব সময় সাধারন মানুষের পাশে থাকেন, সবার বিপদে ঝাপিয়ে পড়েন। এমনকি অর্থ ও সময় দিয়ে মানুষ বিপদে পড়লে সহায়তা করে থাকেন। মহামারি করোনাকালিন সময়েও এলাকার মানুষের প্রতি তার ছিলো অনেক ভূমিকা। তাই উপজেলার জনসাধারন ও আওয়ামীলীগের প্রবীন নেতাদের বড় একটি ছাপোর্ট রয়েছে মোমিনুর রহমান মোমিজের সাথে। তাই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে মোমিজকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা।