শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয়:





কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী লিটন অরফে কানা লিটন (৪৫) ও এক মাসের সাজাপ্রাপ্ত আসামী কারিবুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে (০৪ ফেব্রুয়ারী) রাতে এসআই মোঃ নজরুল ইসলাম ও কন্সট্রেবল সেলিম রেজা ও কন্সট্রেবল শফি গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানাধীন পোড়াদহ রেলওয়ে স্টেশন ও কুষ্টিয়া সদর থানাধীন সেখ রাসেল হরিপুর ব্রিজের নিচে আলাদা আলাদা দুইটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামী লিটন ওরফে কানা লিটন কুষ্টিয়া শহরের কোটপাড়া সুখনগর বস্তি এলাকার মৃত শাহাদাৎ হোসেনের ছেলে ও কারিবুল ইসলাম কুষ্টিয়া শহরের তিতুমীর সড়ক এলাকার বিশু ওরফে আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, আসামী লিটনের বিরুদ্ধে
কুষ্টিয়া জিআর ৪৫১/১৮( সদর),বিশেষ ট্রাইবুনাল ৮৮/১৯, ধারায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(A) ধারা এবং ১৯(F) ধারার অপরাধ প্রমানীত হওয়ায় লিটনকে বিশেষ ট্রাইব্যনাল-১ কুষ্টিয়া ১৪ বছর এবং ৭বছর সর্বমোট ২১ (একুশ) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।আসামী একজন দূধর্ষ ডাকাত। সাজা হওয়ার পর থেকেই দীর্ঘদিন সে পলাতক ছিলো। এলাকা ছেড়ে সে বিভিন্ন রেল স্টেশনে দিনের বেলায় ভিক্ষা করতো এবং রাত্রী বেলায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়তো। বিশেষ সোর্স নিয়োগ করে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও কারিবুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া সদর জিআর ৩৩৫/১৯, এর এক মাসের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকেও গ্রেফতার করে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘ দিন পলাতক ছিলো তবুও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।