শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

শৈলকুপায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

প্রকাশিত হয়েছে -




এইচ এম ইমরানঃ





ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কানাপুকুর নামক স্থানে সোমবার রাতে পিকআপের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ ওরফে শাহরিয়ার (২৫) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

এ ঘটনায় পিকআপের ড্রাইভারসহ ২ জন আহত হয়েছেন। শৈলকুপার দুঃখি মাহমুদ কলেজের ছাত্র নিহত আব্দুল্লাহ শৈলকুপার মীর্জাপুর ইউনিয়নের মহিষগাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে। তার পিতা কুষ্টিয়া সদর থানার এসআই হিসেবে কর্মরত আছেন। ঝিনাাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান জানান, সোমবার রাত ৮টার দিকে কলেজ ছাত্র আব্দুল্লাহ মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তারা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানাপুকুর নামক স্থানে পৌছালে একটি দ্রতগামি পিকআপের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহসহ ৩ জন গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌছানোর আগেই আব্দুল্লাহ মারা যান।