শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

বাগেরহাটের মোল্লারহাট থানাধীন চুনখোলা থেকে গাঁজাসহ আটক -১

প্রকাশিত হয়েছে -




মোহাম্মদ জুয়েল খান, বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ:





বাগেরহাটের মোল্লাহাট উপজেলাধীন চুনখোলা ইউনিয়নের অন্তর্গত ৫ (ফেব্রুয়ারি)-২৪, সোমবার, রাত আনুমান ০৯:২৫ মিনিটের সময়, ওমর ফারুক শিকদার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে।

চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামস্থ নিচুপাড়া, হাসুর মুদি দোকান হইতে ৩০০ গজ পশ্চিম দিকে, গোলক রায়ের আবাদি জমির কাছাকাছি হইতে অবৈধ মাদকদ্রব্য (৯০ গ্রাম) গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে ও নিজ হেফাজতে রাখার অপরাধে আসামি – ওমর ফারুক সিকদার (২৫) , পিতা- খোকা শিকদার, গ্রাম – আংরা (চরপাড়া), মোল্লাহাট, বাগেরহাট, উক্ত আসামিকে মোল্লাহাট থানা পুলিশ গ্রেফতার করেছে। আসামিকে ৬ (ফেব্রুয়ারি)- ২০২৪, বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এস.এম. আশরাফুল আলম বলেন, মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং চলবে। কোন প্রকার মাদক সেবন/কারবারি রেহাই পাবে না।