এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপাঠ এবং নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এতে শৈলকুপা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. আব্দুল হাকিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মৃগেন্দ্র নাথ সাহা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, পৌর কৃষকলীগের আহবায়ক মো. মাহিদুর রহমান মাসুদ। এছাড়াও বিদ্যালয়ের সাবেক সিনিয়র ও বর্তমান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো ও ভালোভাবে পড়াশুনায় মনোযোগী হবার আহ্বান জানানো হয়। অতিথিরা বলেন, পড়াশুনা নিজের মধ্যে, হাজার হাজার টাকা খরচ করে কিন্তু পড়াশুনা হয় না। এখন একটু কষ্ট করলে ভবিষৎ ভাল হবে। আজকের তোমরা হবে জেলার অন্যান্য স্কুলের জন্য প্রতিকৃত। তোমাদের দেখে অন্যান্যরা শিখবে।