নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় এক আমবাগান থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল কুমারখালী উপজেলার লাহিনী পাড়া টুটুল ভেড়োর আমবাগান থেকে ঐ প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত হযরত আলী কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের হান্নান শেখ এর ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত বিশ দিন আগে দেশে ফিরেছেন স্ত্রীর পরকীয়া সম্পর্ক এবং টাকা ও স্বর্ণ লোপাট এসব নিয়ে পারিবারিক কলহের কারণে তিনি বাড়িতে থাকতেন না।
পারিবারিক সূত্রে জানা যায়, হযরত দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন পরবর্তীতে ঝিনাইদহ বিয়ে করেন এবং গত তিন মাস পূর্বে স্ত্রীকে নিয়ে যান সৌদি আরবে। গত ২৫ দিন আগে তাঁর স্ত্রী সৌদি আরব থেকে সোনার গহনা এবং নগদ টাকা নিয়ে দেশে পালিয়ে আসেন। এরপর হযরত সেখানে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি জানতে পারেন তার স্ত্রী ঝিনাইদহে শশুর বাড়িতে আছেন। ঝিনাইদহের জুয়েল নামের এক ব্যক্তির সাথে হযরতের স্ত্রীর দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল বলে জানান পরিবারের লোকজন। হযরতের ছোট ভাই জানান, তাকে গত পরশুদিন হযরতের শ্যালক মোবাইল ফোনের মাধ্যমে হযরতকে হত্যার হুমকি দেন এবং বলেন যেখানে সেখানে তার ভাইয়ের লাশ পড়ে থাকবে।
লাহিনী পাড়ার বাউল টুটুল ভেড়ো বলেন, গত তিনদিন ধরে হযরত আলী তার আশ্রমে অবস্থান করছিলো। গতকাল রাত সাড়ে আটটার সময় তার সাথে শেষ দেখা হয় তখন হযরত কারো সাথে মোবাইল ফোনে কথা বলছিলেন। এরপর রাত বারোটার দিকে হযরতের ফোনে দুই বার ফোন দিলেও তার কোন সাড়া পাওয়া যায়নি এরপর সকালে পেঁয়াজের ক্ষেতে কাজ করতে আসা লোকজন দেখতে পাই আম বাগানে গলায় চাদর পেঁচানো অবস্থায় ঝুলে আছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ব্যাপারে এখনো মামলা হয়নি মামলা হলে আমরা তদন্ত করে দেখব আত্মহত্যা নাকি হত্যাকান্ড।