1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
শৈলকুপায় প্রয়াত কৃতি শিক্ষকদের স্মরণে শোকসভা - দৈনিক দিনের সমাচার
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া সদরের আব্দালপুর-ঝাউদিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও লক্ষী পূজা মন্দির পরিদর্শন  জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু

শৈলকুপায় প্রয়াত কৃতি শিক্ষকদের স্মরণে শোকসভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৫ বার পঠিত প্রিন্ট করুন




এইচ এম ইমরানঃ





ঝিনাইদহের শৈলকুপায় প্রয়াত কৃতি দুই শিক্ষকের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শৈলকুপা নাগরিক কমিটির আয়োজনে প্রয়াত কৃতি শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল-এঁর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদীচি উপজেলার শাখার সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় ও শৈলকুপা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নাগরিক কমিটির সদস্য সচিব ফিরোজ খান নুন, গণতন্ত্র পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাগরিক কমিটির উপদেষ্টা জেড এ ওয়াহেদ, প্লানিং কমিশনের উপ-প্রধান শামছুর রহমান, পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচি, অধ্যাপক ডা. লক্ষণ চন্দ্র কুন্ডু, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, ডা. রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল-এঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বলেন, আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল তাঁদের সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। তারা আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের পথ বাতলে দিতেন এবং সঠিক রাস্তা দেখাতেন।
তারা বলেন, প্রতিটি মানুষ তাঁর কর্মেই বেঁচে থাকে। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না। মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। তারা তেমনই একজন ব্যক্তি। তারা শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আর্দশ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার তার সবই তাদের মাঝে ছিলো। তাঁদের শূন্যতা সহজে পূরণ হবেনা। মহৎ কর্মগুলোর কারণে তাঁদের পরকালের জীবন সুখী হবে।

প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন বক্তারা।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!