শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ফ্রেশ এগ্রো ফুড প্রোডাক্টশন লিমিটেড এর স্বত্ত্বাধিকারী ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক:





কুষ্টিয়া খাজানগর এলাকার ফ্রেশ এগ্রো ফুড প্রোডাক্টশন লিমিটেড এর স্বত্ত্বাধিকারী ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা জেলায় করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালত ওমর ফারুককে গ্রেফতার করতে গুলশান থানা পুলিশকে আদেশ দেন।

ওমর ফারুকের বাড়ি কুষ্টিয়া জেলায় হওয়ায় গুলশান থানা কুষ্টিয়া মডেল থানা পুলিশকে গ্রেফতারি পরোয়ানার আদেশনামা প্রেরণ করেন। যাহার কুষ্টিয়া মডেল থানার রেজিষ্ট্রার রিসিভ নং ৩৩৫/২৪, মামলা নং- সিআর ৩৩১৭/২৩। ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর কবুরহাট এলাকার হাজী মোঃ হাশেম আলীর পুত্র।

একাধিক সূত্রে জানা যায়, ওমর ফারুক কুষ্টিয়ার বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়ে পরিশোধ করতে তালবাহনা করছে।

এবিষয়ে ওমর ফারুকের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।