মোঃ রবিউল ইসলাম হৃদয় :
সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন ৩৫ তম বিসিএস নন-ক্যাডার (ব্যাচ-২০১৭)এর বার্ষিক কার্যনির্বাহী কমিটির দ্বি নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৪) সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত ঢাকা মিরপুরে- ১২ এলাকার পোসলাউঞ্জ নামের একটি রেষ্টুরেন্টে ব্যালেট পেপারের মাধ্যমে এই নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশন ৩৫-তম বিসিএস নন ক্যাডার/ ২০১৭ ব্যাচ এর কার্যকরী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ঢাকা সমাজসেবা অধিদফতর (রেজিষ্ট্রেশন) সমাজসেবা অফিসার সাব্বির হোসেন, মহাসচিব ঢাকা সমাজসেবা অধিদফতর (প্রতিষ্ঠান) সমাজসেবা অফিসার মোন্তাছির বিল্লাহ, সহ-সভাপতি ঝিনাইদাহ শৈলকুপা
সমাজসেবা অফিসার শরীফ উদ্দিন সুমন, যুগ্ন-মহাসচিব কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসার
মোঃ জহিরুল ইসলাম, সংগঠনিক সম্পাদক বাগেরহাট
চিতলমারী সমাজসেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, কোষাধ্যক্ষ ঠাকুরগাঁও প্রবেশন অফিসার
নাজমুজ সাকিব, প্রচার সম্পাদক সিলেট গোয়াইনঘাট
সমাজসেবা অফিসার আবু কাওছার, দপ্তর সম্পাদক
চট্টগ্রাম বোয়ালখালী সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক চট্টগ্রাম
হাটহাজারী সমাজসেবা অফিসার মুজাহিদুল ইসলাম।
জানা যায়, সমাজসেবা অধিদপ্তরে চাকুরিরত ৩৫ তম বিসিএস নন-ক্যাডার (ব্যাচ-২০১৭) এর মোট ১৫৬ জন সদস্য রয়েছেন সমাজসেবা অফিসার্স অ্যাসোসিয়েশনে। মোট ৯ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এই ৩৫ তম বিসিএস নন-ক্যাডার ব্যাচের এই দিয়ে মোট ৩ বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷
এছাড়াও নির্বাচন শেষে বার্ষিক সাধারন সভা ২০২৪ সালে সারা বাংলাদেশে ভালো কাজের জন্য শুদ্ধাচার পুরস্কার লাভ করায় ৩৫ তম বিসিএস নন-ক্যাডার (ব্যাচ-২০১৭) এর ৪ জনকে শুভেচ্ছা স্মারক পুরস্কৃত করেছেন কার্যনির্বাহী কমিটি।