শিপন আলী,ভেড়ামারা প্রতিনিধি:
গত ইং ৭/০৩/২৪ তারিখে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর পশ্চিমপাড়া মায়ের বাড়ী থেকে,ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে সার্টিফিকেট উঠানোর কথা বলে বের হয়ে আর বাসায় ফিরেনি।
স্বামীর বাড়ী পার্শ্ববর্তী বাহাদুরপুর ইউনিয়নের ঠাকুর দৌলতপুর সহ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সম্ভাব্য
সব জায়গাতে খুঁজেও সন্ধান মিলেনি।
শামীমার মা জানান, ৫ বছর আগে ঠাকুর দৌলতপুরে ফজলুর ছেলে নাগর আলীর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় মেয়ে শামীমার। বিয়ের পর থেকেই সংসারে ঝুট ঝামেলা লেগেই থাকতো। নিখোঁজের দুদিন আগেও শশুর বাড়ীতে ঝামেলা করেই আমার বাসায় এসেছিলো। তাদের দাম্পত্য জীবনে ৪ বছরের একটি নাবালক ছেলে সন্তান রয়েছে।
নিখোঁজ শামীমার বড় বোন হাসি খাতুন জানান,নিখোঁজের পর তার সাথে মাত্র ১ বার কথা হয়েছে হয়েছিলো ৫ মিনিট ফোনে। শামীমা তার কাছে বলেছে সে ভালো আছে। কিন্তু এখন কোথায় আছে তা বলিনি।
এব্যাপারে নিখোঁজ শামীমার মা, থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।পুলিশও তদন্তে নেমেছে।
শামীমা (২০) রামচন্দ্রপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের মেয়ে।