বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় ৬৭০ টাকা কেজিতে গরুর মাংশ বিক্রির উদ্বোধন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক।।





কুষ্টিয়ায় সুলভ মুল্যে গরুর মাংশ বিক্রির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পৌরবাজারে জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, জেলা

প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আল মামুন হোসেনসহ মাংশ বিক্রেতা ও ভোক্তারা উপস্থিত ছিলেন। গতকাল থেকে পৌরবাজারের একটি মাংশের দোকানে প্রতিদিন ৬৭০টাকা কেজি দরে গরুর মাংশ বিক্রি করা হবে। এতে খুশি ভোক্তারা। উলে-খ্য, দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার বাজারগুলোতে গরুর মাংশ ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।