এম আনোয়ার হোসেন নিশি॥
কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুলিশ পরিদর্শক (ইন্সেপেক্টর) তদন্ত রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা প্রদান করেন মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ। রফিকুল ইসলাম মিরপুর থানা হতে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় বদলী হয়েছে। ২১- মার্চ ২০২৪ রাত সাড়ে ৯টার সময় থানার হলরুমে এ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির কর্ম জীবনের উপর আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ, মিরপুর থানার এস আই সুফল সরকার (সেকেন্দ অফিসার)এর পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন এস আই প্রতাপ কুমার সিংহ। বিদায় ইন্সেপেক্টর তদন্ত রফিকুল ইসলাম মিরপুর থানায় যোগদান করেন গত ২৫-০৭-২০২৩ সালে এবং বদলী জনীত বিদায় গ্রহন করেন ২১-০৩-২০২৪ থ্রীঃ। তিনি অত্যান্ত দক্ষ অফিসার হিসাবে (অপরাধীরা ব্যতিথ) সকলের কাছে ছিলেন অত্যান্ত আস্ত ভাজন অফিসার। তিনি সৎ যোগ্য অফিসার হিসাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিপূর্বে ও অবগত আছেন এবং থানার অফিসারবৃন্দর কাছে গ্রহন যোগ্য ব্যক্তি ছিলেন। তিনি যেকোন মামলা অত্যান্ত বিচক্ষনের সাথে তদন্ত করেছেন এবং আশানুরুপ রিপোর্ট প্রদান করেছেন। যা অফিসারদের বক্তব্যে ফুটে উঠেছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় অফিসার রফিকুল ইসলামের কর্ম জীবনের উপর বক্তব্য প্রদান করেন এস আই্ এমদাদুল হক, এস আই অসিত কুমার, এস আই ওসমান গণি, এস আই আবুল কালাম আজাদ, এস আই মুরাদুল ইসলাম, এস আই সোহেলী আক্তার,এস আই দীপন কুমার ঘোষ, এস আই রোকসানা খাতুন, এস আই মাসুম বিল্লাহ, এস আই তুহিন হোসেন,এ এস আই আবু তাহের, এ এস আই সোহাগ, এ এস আই সাজেদুল করিম, এ এস আই মানবেন্দ্র বিশ্বাস, এ এস আই এ কে এম ইমরাম হোসেন, এ এস আই শফিকুল ইসলাম, এ এস আই মামুনুর রশিদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিকসহ থানার সকল অফিসার ও কনেষ্টবলবৃন্দ।