শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া র‍্যাবের অভিযানে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়ায় পিতাকে হত্যার পর জামিনে এসে ছেলেকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার  হয়েছে।

গত ১১ মে ২০২২ তারিখে মোঃ মাসুদ খান, পিতা-মৃত হোসেন খান, সাং-উক্তর মিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে হত্যা করে লাশ মীর মোশাররফ হোসেন সেতুর নিচে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহতের স্ত্রী বাদী হয়ে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলার আসামিরা দীর্ঘদিন ধরে জেল হাজতে থাকার পর তারা জামিন পান। উক্ত আসামিরা হত্যা মামলার বাদী ও তার ছেলে উক্ত হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন সময় তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল এবং যার প্রেক্ষিতে গত ১৪ মার্চ ২০২৪ তারিখ রাত অনুমান ০৯.৫০ ঘটিকার সময় উক্ত হত্যা মামলার বাদীর ছেলে মোঃ হাসিব খান (২৩), পিতা-মৃত মাসুদ খান, সাং-উত্তর মিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া মোটরসাইকেল যোগে লালনের মাজার থেকে বাড়ী ফেরার পথে তাকে মোটরসাইকেলের গতিরোধ করে পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে তাকে পিটিয়ে ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে। উক্ত ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোঃ হাসিব খান বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় ০৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করেন, যার মামলা নং-১৭, তারিখঃ ১৫ মার্চ ২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। উক্ত ঘটনার পর হতেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় অদ্য ২৪ মার্চ ২০২৪ খ্রিঃ দুপুর ১২.৪৫ ঘটিকায় র‌্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন মিলপাড়া এলাকায়” একটি অভিযান পরিচালনা করে। উক্ত ঘটনার সাথে জড়িত প্রধান আসামি দ্বীন ইসলাম(৩৫), পিতা-উকিল মৃধা, সাং-উত্তর মিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।