নিজস্ব প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় এর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে সরকারি কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক এ কে এম সামসুল হক। এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর আনছার হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস খান। মূল আলোচক ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান সাইফুজ্জামান। সার্বিক পরিচালনা করেন সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ। এসময় বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।