বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে জেলা আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধিঃ





মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুষ্টিয়ায় জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১২টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু স্কয়ার চত্বর সরকারি কলেজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে শহরের এন এস রোড সংলগ্ন বঙ্গবন্ধু সুপার মার্কেটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: আমিনুল হক রতন, বিজ্ঞ পিপি অ্যাড. অনুপ কুমার নন্দী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি অ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাসানুল আসকর হাসু, সিনিয়র সদস্য হাবিবুল হক পুলক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেব উন নিসা সবুজ, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এম সম্পা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা দিবসের আলোচনা করে বলেন, পরাধীনতা থেকে মুক্তি পেতে বাঙালির দীর্ঘ আন্দোলনের পথ ধরে নয় মাস মরণপণ যুদ্ধের পর এসেছিল যে স্বাধীনতা, পাকিস্তানি শোষণ-বঞ্চনার শৃঙ্খল ভেঙে উড়েছিল লাল-সবুজের পতাকা। সেই স্বাধীন স্বদেশ বিনির্মাণের ৫৩তম বার্ষিকীতে পৌঁছেছে বাংলাদেশ। ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে নানা চড়াই উৎড়াই পেরিয়ে অগ্রযাত্রার ধারায় এখন উন্নয়নশীল হওয়ার পথে এগোনো দেশ স্বপ্ন দেখছে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হওয়ার।

বক্তারা আরো বলেন, বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। যে বাংলাদেশ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য-মুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান।

এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান এর নেতৃত্বে স্বাধীনতা দিবসে দুপুরের দিকে শহরের এন এস রোড কুষ্টিয়া জেলা পরিষদ নতুন ভবন কাম শপিংমল প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মেজবাহুর রহমান, জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ সহ জেলা পরিষদের কর্মচারীবৃন্দ।