শুক্রবার , ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

হরিনারায়ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একরামুল হোসেন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মহি উদ্দিন মন্ডল। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ২৬ মার্চ বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হোসেন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তোমরাই আগামী দিনের ভবিষ্য। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার ও দেশের সু-নাম অর্জন করার আহ্বান জানান তিনি।