বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

টিভি নাটকে সবুজ এর সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা মানসী প্রকৃতি

প্রকাশিত হয়েছে -




     বিনোদন সমাচার





এই প্রথম টিভি নাটকে সবুজ এর সঙ্গে জুটি বাঁধলেন চিত্রনায়িকা মানসী প্রকৃতি। অন্তি মাল্টিমিডিয়া প্রযোজিত মাসুদ রহমানের রচনা ও পরিচালনায় গার্লফ্রেন্ড সিরিজের প্রথম নাটক “বিসিএস গার্লফ্রেন্ড” দম ফাটানো এই হাসির নাটকটি নিয়ে চিত্র নায়িকা মানসী প্রকৃতি বলেন। অনেক সুন্দর একটি গল্প নিয়ে নাটকটি নির্মান করা হয়েছে,

আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। বিসিএস গার্লফ্রেন্ড নাটকটিতে আরো অভিনয় করেছেন মাসুম বাশার,মিলি বাশার,ইমরান আজান সামিয়া মিতু,আরাফাতুন নূর,শিশু শিল্পী রাবেয়া সহ আরো অনেকে।