মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১৯০ পিস ইয়াবা সহ মোঃ নয়ন শেখ (২৮) নামের একজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার ( ২৭ মার্চ ২০২৪) রাত ১০ টার সময় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন সদকী চরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নয়ন কুষ্টিয়া কুমারখালী থানাধীন সদকী চরপাড়া এলাকার মোঃ আবুল কাশেম শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখাী থানাধীন সদকী চরপাড়া গ্রামে র্যাব একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য ৫৭,০০০/-টাকা) সহ মাদক কারবারীক নয়নকে গ্রেফতার করে। আসামী নয়ন র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।
পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।