নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান বিশ্বাস এর বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস। পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সফর উদ্দিন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী সেলিনুর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, নায়েব আলী, জেলা পরিষদ সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজভীউজ্জামান কানু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এছাড়াও গোস্বামীদুর্গাপুর, ঝাউদিয়া, মনোহরদিয়া, আইলচারা, মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক হাজী সেলিনুর রহমান ও উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সাঈদুর রহমান সাঈদ এর মায়ের আত্মার মাগফিরাত কামনা করে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় প্রধান অতিথি আতাউর রহমান আতা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আওয়ামী লীগের বিকল্প নেই। কুষ্টিয়ায় হানিফ এমপির উন্নয়নে কেউ বাধা দিতে আসলে তাদের প্রতিহত করা হবে।