নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া স্বস্তিপুর স্ট্যান্ড জামে মসজিদের উন্নয়নে কুষ্টিয়া জেলা পরিষদের বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) দুপুরে বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এসময় জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম এর উপস্থিতিতে উক্ত মসজিদের উন্নয়নে এ বরাদ্দপত্র মসজিদ কমিটির হাতে তুলে দেওয়া হয়। বরাদ্দপত্র গ্রহণ করেন মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন, আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সেলিম, যুবলীগ নেতা আব্দুল আলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদের উন্নয়নে বরাদ্দপত্র পাওয়ায় স্থানীয়রা সন্তুষ্ট প্রকাশ করেন।