বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কিশোর তামিমের মৃত্যু 

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





কুষ্টিয়া ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়ন এর ক্ষেমিড়দিয়ার এর মুন্সিপাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় কিশোর তামিমের মৃত্যু।

রাজশাহীর আইসিইউ তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েও অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

ভেড়ামারার চারদিকে তাকালেই কোথাও না কোথাও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি হাতাহাতির ঘটনা ঘটেই চলেছে। মাদক, কিশোর গ্যাং, ফিটিংস পার্টি, চাঁদাবাজরা আবার সক্রিয় হয়ে উঠেছে বলেই কেউ চোখ হারালো, কেউ জীবন দিলো, কেউ আহত হয়ে হাসপাতালের বিছানায়। প্রশাসন এবং স্হানীয় নেতৃবৃন্দ যদি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে হয়ত থানায় অভিযোগ দায়ের করার কারণে অকালে তামিম কে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হত না। জনমনে প্রশ্ন আর কত রক্ত, আর কত প্রাণ গেলে প্রশাসন এবং রাজনৈতিক নেতৃবৃন্দের টনক নড়বে?
উল্লেখ যে,,গত ২৩-০৩-২০২৪ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে দীর্ঘ ৫দিন রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার আনুমানিক ১ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তামিম। একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় পিতা মাতাকে সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষা আমাদের জানা নেই তবে আমরা আশাকরি ভুক্তভোগী পরিবার সঠিক বিচারটি পাবে। অশুভ শক্তির কারণে যেন আসামীরা ফাঁক পেয়ে বেড়িয়ে না যায় এটাই আমাদের প্রত্যাশা। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।