নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় সদর উপজেলা আওয়ামী লীগ তিনটি ইউনিয়নের সাথে কর্মী সভা করেছে।
সোমবার (০১ এপ্রিল) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া পিটিআই রোডস্থ এলাকায় সদর উপজেলা আওয়ামী লীগ এক কর্মী সমাবেশের আয়োজন করেন। উপজেলার বটতৈল, আইলচারা ও পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান, মেম্বরদের উপস্থিতিতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আফজাল হোসেন শিশির, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ, আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ, শহর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জেড এম সম্রাট। এছাড়া বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির ও সাবেক চেয়ারম্যান বাবলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাবু, সাধারণ সম্পাদক টিপু, আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন, সাধারণ সম্পাদক খাকছার জোয়ার্দার, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সফর উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান রেজভীউজ্জামান কানু সহ তিনটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।