মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিচ ট্যাপেন্টডল ট্যাবলেট সহ মোঃ রনি সরদার(৩৩)ও মোঃ মিজানুর রহমান(২৮) নামের দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮ টার সময় কুষ্টিয়া দৌলতপুর থানাধীন টলটলিপাড়া এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া দৌলতপুর বাহিরমাদি(পূর্বপাড়া) এলাকার -(বর্তমান) ঠিকানা ভেড়ামারা উপজেলার রায়টা এলাকার আব্দুল মান্নান সরদারের ছেলে মোঃ রনি সরদার(৩৩), ভেড়ামারা
রায়টা নতুনপাড়া এলাকার মৃত মোজাম পরামানিকের ছেলে মোঃ মিজানুর রহমান(২৮)।
কুষ্টিয়ার পুলিশ সুপার, এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এর নির্দেশনায় ও
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ,(ওসি) মোঃ মাহফুজুল হক চৌধুরী পিপিএম, এর
নেতৃত্বে এসআই অনুপ কুমার সরকার সহ সঙ্গীয়
ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ২৯(ক)/৪১ ধারায় বাদী হয়ে মামলা করেছে ডিবি পুলিশ। যার মামলা নং-১২/১৪৪ তারিখ-০৫/০৪/২০২৪ ইং।