বৃহস্পতিবার , ৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কন্যা শিশু কেয়ার চিকিৎসা খরচ যোগাতে পারছেন না বাবা শরিফুল শেখ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





১২ বছরের কন্যা শিশু কেয়া ১৬ দিন ধরে হাসপাতালের বেডে। পাশে বসে অঝরে অশ্রু ঝরাচ্ছে মা চায়না খাতুন।মেয়ের চিকিৎসা খরচ যোগাতে পথে পথে ঘুরছেন বাবা শরীফুল শেখ। মেয়ের চিকিৎসা করতে খোয়া গিয়েছে তাদের গচ্ছিত অর্থ। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় বসবাস করেন শরীফুল শেখের পরিবার।তিন কন্যা সন্তান থাকলেও অর্থ সংকটে বোনের কাছে রেখেছেন বড় মেয়ে নাসরিনকে। দুই মেয়ে সহধর্মিণী ও মা-বাবাকে নিয়ে সল্প আয়ে কোনমতে জীবন যাপন করছিলেন তিনি।
শরীফুল শেখ জানান, নিজ এলাকায় ছোট্ট একটি মদি দোকান ছিলো সেটিও বন্ধ রয়েছে মাসখানেক আয়ের উৎসটিও বন্ধ এখন ।এ দিকে মেজ মেয়ে বাথ জ্বর ও ব্রেনে সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে বলছেন চিকিৎসক তবে অর্থের যোগান করতে না পারায় মেয়ের চিকিৎসা করাতে ব্যর্থ হচ্ছি,নিজের চোখের সামনে নিজের মেয়ের অসুস্থতা দেখেও চিকিৎসা করাতে পারছি না।

এ বিষয়ে বটতৈল ইউনিয়নের মহিলা ইউপি সদস্য রুশিয়া খাতুন কন্যা শিশু কেয়ার চিকিৎসা খরচ যোগাতে সমাজের বৃত্তশীলদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

বিষয়টি নিয়ে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টুর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।