নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া শহরের আলফার মোড় এলাকায় ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বকুল হোসেম (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) রাত ১০ টার দিকে শহরের দাদাপুর সড়কস্থ আলফার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল হোসেন শহরের কোর্ট পাড়া (বারো শরীফ দরবারের পাশে) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় নাজ কাউন্টারের চাকুরী করতেন। নিহতের চাচাতো ভাই তানজির হাসান বলেন, আমার ভাই বকুল কুষ্টিয়ার নাজ কাউন্টারে চাকুরী করে। গতরাতে কাউন্টার ডিউটি শেষ করে বাড়িয়ে ফেরার পথে আলফার মোড় এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
ঘটনা সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, সোমবার (২২ এপ্রিল) রাত ১০ দিকে চালবোঝাই একটি ট্রাক ইশ্বরর্দী অভিমুখে যাচ্ছিল। এসময় আলফার মোড়ে নিহত সাইকেল আরোহী বকুল উত্তর থেকে দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারায় সে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।