আগামী ২১ মে ২০২৪ তারিখে আসন্ন শৈলকুপা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাড. শামসুজ্জামান তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীমের পরিচালনায় ও বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধলহরাচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির খাঁন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স,ম রানাউজ্জামান বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান নওরজ, সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দিনার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক শাওন শিকদার, বর্তমান সভাপতি মনিরুজ্জামান মিশন ও সাধারণ সম্পাদক বাবু হোসেন প্রমুখ।
বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, চশমা প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুন্নবী কালু ও হাঁস প্রতিকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা নাসরিন লিপিকে বিজয়ী করতে আলোচনা করা হয়৷
বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।