নিজস্ব প্রতিনিধিঃ
উপজেলা নির্বাচন কে সামনে রেখে আনারস প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভা করেছে কুষ্টিয়া সদরের বটতৈল-কাঞ্চনপুর ও আলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ।
শনিবার (০৪মে) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতার উপস্থিতিতে তিনটি ইউনিয়নে পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।
বটতৈল ইউনিয়নে পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা: মিজানুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম। বটতৈল ইউনিয়নে পৃথক স্থানে পথসভা টাকিমারা ১নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন সদর উপজেলার ধর্মবিষয়ক সম্পাদক এনামুল। উপস্থিত ছিলেন গামা, সালা উদ্দিন মেম্বর। বটতৈল ২নং ওয়ার্ড বরিয়ায় সভাপতিত্ব করেন আহসান উল্লাহ, পরিচালনা করেন ছানোয়ার হোসেন।ভাদালিয়াপাড়া ৩নং ওয়ার্ডে আমিরুল ইসলাম, জালাল মেম্বর, ফজলু মেম্বর পরিচালনা করেন।
চার মাইল এলাকায় রমাজান আলী সভাপতিত্ব করেন ও পরিচালনা করেন বটতৈল ইউনিয়ন যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম বাবু।
খাজানগর এলাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকিরের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী ওমর ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রোগতি এগ্রোফুডের স্বত্বাধিকারী জামশেদ আলী, দাদা রাইচ মিলের স্বত্বাধিকারী সালাম প্রধান, আরশাদ আলী, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান ফকির, বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির, সুবর্না এগ্রো ফুডের স্বত্বাধিকারী জিন্না, দেশ এগ্রো ফুডের স্বত্বাধিকারী আব্দুল খালেক, পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজভীউজ্জামান কানু।
কাঞ্চনপুর ইউনিয়ন সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী, পরিচালনা করেন রহিদুল ইসলাম, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ঝন্টু। উপস্থাপন করেন আব্দুল কাদের। এ ইউনিয়নের বেলঘরিয়া কলোনিপাড়া পথসভা অনুষ্ঠিত হয়।
আলামপুর ইউনিয়নে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমানুর। এ ইউনিয়নে দহকুল্লা বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী পথসভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, সহ-সভাপতি একরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খোকন, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম, শহর ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান পাভেল সহ দলীয় নেতৃবৃন্দ।
নির্বাচন উপলক্ষে তিনটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন নেতৃবৃন্দ। এর আগে সকাল ৮ টায় পৌর ৩ নং ওয়ার্ডে গণসংযোগ পুর্ণবাবুর খাট থেকে শুরু হয়। সকাল ১০ টায় পৌর অডিটোরিয়ামে কুষ্টিয়া ডিবেট সোসাইটি অনুষ্ঠান। সকাল ১১ টায় কোর্ট স্টেশন থেকে মজমপুর গেট গণসংযোগ হয়।
নির্বাচনী এ পথসভায় এলাকার ভোটারদের কাছে আগামী ০৮মে উপজেলা নির্বাচনে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে আতাউর রহমান আতাকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির হাতকে শক্তিশালী করতে উপজেলা নির্বাচনে আতাউর রহমান আতার আনারস প্রতীক বিজয়ী করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আজগর আলী। তিনি আরো বলেন, কুষ্টিয়া সদর উপজেলায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে ভোট কেন্দ্রে যেয়ে আনারস প্রতীকে ভোট দিবেন।