এইচ এম ইমরানঃ
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শামিম হোসেন মোল্লাকে বিজয়ী করতে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আমেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান,সাধারণ সম্পাদক এম এ আব্দুল হাকিম,উপজেলা চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুন্নবী কালু,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা নাসরীন লিপি,মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি লাভলু আলম, উপজেলা আওয়ামী যুবলীগের অর্থ সম্পাদক মিজানুর রহমান রেন্টু প্রমুখ।
সভায় বক্তারা, চেয়ারম্যান প্রার্থী শামিম হোসেন মোল্লা (দোয়াত কলম মার্কা),ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহিদুন্নবী কালু(চশমা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফরোজা নাসরিন লিপিকে(হাস মার্কা) বিজয়ী করতে উপস্থিত ভোটারদের কাছে ভোট ভিক্ষা চান।
সভা শেষে পৌর এলাকার হাজামপাড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করেন।